close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

তাড়াহুড়ো করে আলোচনা শেষ করতে চায় না বিএনপি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় তড়িঘড়ি করতে নারাজ বিএনপি। দলটির মতে, এটি কেবল রাজনৈতিক আলোচনা নয়, বরং রাষ্ট্রীয় ও সাংবিধানিক গুরুত্বসম্পন্ন বিষয়। তাই হঠকারী সিদ্ধান্ত নয়, বরং সময় নিয়ে সর্বসম্মত সমা..

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত বৈঠকের সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রতিনিধিদলের প্রধান সালাহউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন। এটি ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দিনের আলোচনা।

‘রাষ্ট্রের বিষয়, তাড়াহুড়ো নয়’

সালাহউদ্দিন আহমেদ বলেন, “এটি রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয়, সংবিধানের বিষয়—সুতরাং এখানে তাড়াহুড়োর কোনো সুযোগ নেই। আমরা এমন কিছু সিদ্ধান্তে উপনীত হতে চাই, যা জাতীয় জীবনে স্থায়ী প্রভাব ফেলবে। বৃহত্তর কনসাস বা জাতীয় ঐকমত্য তৈরি করতেই এই প্রক্রিয়ায় ধৈর্যের সঙ্গে অংশ নিচ্ছি।”

তিনি আরও বলেন, "আমরা দ্রুততার সঙ্গে আলোচনার পক্ষে না। বরং প্রতিটি প্রস্তাব ও রিপোর্ট বিশ্লেষণ করে দফায় দফায় আলোচনা করছি।"

স্প্রেডশিট নিয়ে ধোঁয়াশা

বিএনপি নেতার বক্তব্যে উঠে আসে কমিশনের প্রস্তুত করা তথাকথিত 'স্প্রেডশিট' নিয়েও। তিনি বলেন, "স্প্রেডশিট নিয়ে আমরা আলোচনায় যাইনি, কারণ এ নিয়ে অনেক ধোঁয়াশা আছে। কমিশনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আগ্রহ দেখা যায়নি।"

বিচার বিভাগের স্বাধীনতায় অঙ্গীকার

আলোচনার তৃতীয় দিনে বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং নির্বাচন কমিশন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন। তিনি বলেন, “বিএনপি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সুপ্রিম কোর্টের জন্য সচিবালয় গঠনের সুপারিশকে আমরা ইতিবাচকভাবে দেখি। তবে, আমরা চাই সকল বিচারিক উদ্যোগ সংবিধান ও আইনের পরিপন্থী না হয়।”

আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি দল ও কমিশনের সদস্যরা

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চারজন—সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

অন্যদিকে, কমিশনের পক্ষ থেকে বৈঠকে সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। উপস্থিত ছিলেন কমিশন সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

উপসংহার: ধৈর্যের সঙ্গে ঐকমত্য গঠনের পথে বিএনপি

বিএনপি একগুঁয়ে আলোচনা নয়, বরং রাষ্ট্রীয় গুরুত্ব বিবেচনায় সময় নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠনেই আগ্রহী। আলোচনা ধীরে এগোলেও, ফলাফল যেন হয় দীর্ঘস্থায়ী—এই লক্ষ্যেই তারা এগোচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা।

Geen reacties gevonden