close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সুন্দরগঞ্জে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন

Sudipto Shamim avatar   
Sudipto Shamim
****

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি হাব উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ মে) বিকেলে পৌরশহরের থানা রোডে কুরিয়ার সার্ভিসের এ হাবের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মিনিস্টার প্লাজার সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার রুবেল মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, সুদীপ্ত শামীম, সুমন মিয়া, দেলোয়ার হোসেন এবং হাব ইনচার্জ হাফেজ ফুয়াদ শাহরীয়া। শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাহফুজ আলম।

বক্তারা বলেন, গ্রামীণ অঞ্চলে আধুনিক কুরিয়ার সেবার সম্প্রসারণ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

হাব ইনচার্জ হাফেজ ফুয়াদ শাহরীয়া বলেন, সারাদেশে একযোগে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের ৪৯৫টি হাব চালু করা হয়েছে। প্রযুক্তিনির্ভর সেবা, অ্যাপস ও সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকরা সহজেই বুকিং ও ট্র্যাকিং সুবিধা পাবেন। আমরা ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারির অঙ্গীকার করছি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator