গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশিষ্টজন ও পাঠকদের সম্মানে উত্তরণ পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উত্তরণ পাঠাগারের সভাপতি সৈয়দ রাকিবুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঠাগারের প্রবীণ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম।
উত্তরণ পাঠাগারের পাঠক সপ্তক সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বকুল কুমার চক্রবর্তী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এভিপি এএইচএম রাশেদুল ইসলাম, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের রসায়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক নুরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজার রহমান, উত্তরণ সুহৃদ আব্দুস সামাদ মিঞা, গবেষক মুরশিদ হাসান, গীতিকার ও সংগঠক রেজাউল আলম, পল্লী সঞ্চয় ব্যাংক পিএলসির কর্মকর্তা মনোয়ারুল ইসলাম নান্নু, উত্তরণ উপদেষ্টা মাহমুদুল হাসান মিশু, লেখক আজিম উদ্দীন সরকার, লেখক ও সংগঠক কঙ্কন সরকার, পিএইচডি গবেষক অমিত কুমার বসুনিয়া প্রমুখ।
বক্তারা বলেন, পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি সমাজ গঠনের অন্যতম মাধ্যম। উত্তরণ পাঠাগার দীর্ঘদিন ধরে জ্ঞানচর্চা ও মননশীলতা বৃদ্ধিতে কাজ করছে। পাঠাগারের এমন উদ্যোগ তরুণদের মধ্যে পাঠাভ্যাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। তাঁরা এই উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মহান স্বাধীনতার মাস উপলক্ষে পাঠাগারের প্রবীণ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সংগঠক ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন পাঠাগারের স্থায়ী সদস্য ও সাবেক সভাপতি মো. জাকিউল আলম।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।