close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সুন্দরবনের হিরণপয়েন্ট চরে আটকে পড়া ৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে পড়া তিন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।..

২৭ মার্চ বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।

তিনি বলেন, ২৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, হিরণ পয়েন্ট এলাকায় ০৩ জন জেলে ইঞ্জিন চালিত কাঠের বোট বিকল হয়ে চরে আটকে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট দুবলা কর্তৃক তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে হিরণ পয়েন্ট পোর্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে তিন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদেরকে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
উদ্ধারকৃত সকলেই বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা।

 

Không có bình luận nào được tìm thấy