বনবিভাগ জানায়, সোমবার (১৬ জুন) দুবলা জেলেপল্লীর টহল ফাঁড়ি সংলগ্ন কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকায় বনপ্রহরীরা নিয়মিত টহলের সময় নৌকা ও পায়ে হেঁটে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা বনের ভিতরে হরিণ শিকারের পাতা মালা (গোলাকৃতি ফাঁদ) ফাঁদ দেখতে পান। পরে সেখান থেকে ৬০০টি ফাঁদ এবং কাঁকড়া ধরার জন্য পাতা ১৬টি নিষিদ্ধ চারো জব্দ করে।
এর আগে, গত ৬ জুন ঢাংমারী স্টেশনের হুলার ভারানী এলাকা থেকে ৮২টি এবং নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খাল এলাকা থেকে ৫৩টি ফাঁদ জব্দ করে বনবিভাগ। এছাড়া ১০ জুন সুপতি স্টেশনের শাপলা ক্যাম্পের ছোট সিন্দুক বারিয়া খাল এলাকা থেকে আরও ৪৫০টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।