শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদাবাজ, দালাল, মামলাবাজ, প্রতারকসহ নানা অভিযোগে এনে সিরাজুল ইসলামের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী জেলে বাওয়ালী ও এলাকাবাসী।
মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলে বাওয়ালীসহ জনসাধারণের আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত বিশে গাজীর ছেলে সিরাজুল ইসলাম সাবেক সাংসদ জগলুল হায়দারকে নিজের ভাই, ছেলে এমন বিভিন্ন পরিচয় দিয়ে এলাকার নিরীহ লোকজনদের কাছে চাঁদা দাবী সহ চাঁদা আদায় করা, মানুষকে জামায়াত বিএনপির মামলায় জড়িয়ে হয়রানী করা সহ মামলা থেকে বাঁচানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এবং এলাকার নিরীহ লোকজনদেরকে সরকারী ঘর, ড্রাম, মালামাল ও চাকুরী দেওয়ার কথা বলেও লক্ষ লক্ষ টাকা হায়িয়ে নিয়েছে। এছাড়াও সে সাংবাদিক বলে বনবিভাগের কাছে চাঁদা বাদি করে বিভিন্ন সময়ে, চাঁদা না দেওয়া তাদের বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে সম্মান হানী করে। ৫ই আগস্টের পর এলাকা ছেড়ে পালিয়ে গিয়েও পত্রিকায় বিভিন্ন মিথ্যা সংবাদ প্রকাশ করে চাঁদাবাজি অব্যাহত রেখেছে।
তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।