close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সুন্দরবন পরিদর্শন করলেন ৮ দেশের ৭ পদস্থ কর্মকর্তা

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের প্রাণ প্রকৃতি উপভোগ ও সুন্দরবন সম্পর্কে প্রশিক্ষণর্থীদের ধারণা দিতে কুয়েত, কাতার, সৌদি আরবসহ আট দেশের সাত পদস্থ কর্মকর্তা সুন্দরবনের করমজল সফরে এসেছেন।..

এ সময় তাদের সঙ্গে ছিল বাংলাদেশে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের ৬৭ জন প্রশিক্ষণর্থীরা।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় তারা করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্র ত্যাগ করেন। এর আগে এদিন দুপুর প্রতিনিধি দল সেখানে প্রবেশ করে। 

করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন মো. শরিফের নেতৃত্বে কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর সাতজন পদস্থ কর্মকর্তা সুন্দরবন সফরে আসেন। এ সময় ওই কলেজের ৬৭ জন প্রশিক্ষণর্থীরা ছিল। 

তিনি আরও জানান, প্রতিনিধি দল সুন্দরবনের কুমির প্রজনন ও হরিণের খামার ঘুরে দেখেন। 

মূলত প্রশিক্ষণর্থীদের সুন্দরবন সম্পর্কে ধারণা দিতে এ সফর বলে মনে করেন বন কর্মকর্তা আজাদ কবির। 

এর আগে এসব কর্মকর্তারা দুপুর সাড়ে ১২টায় মোংলা বন্দরও পরিদর্শন করে বলে জানা গেছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator