close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সুখবর পেলেন শান্ত, কেমন সুখবর?

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে নাজমুল শান্তর ব্যাট হেসেছে ভালো মতোই। সেই সুবাদেই এক লাগে র‍্যাংকিয়ে ২১ ধাপ এগিয়েছে এই বাঁহাতী ব্যাটসম্যান।..

আজ বুধবার (২৫ জুন) পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। যেখানে ৫০ থেকে ২১ ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন শান্ত। তার রেটিং পয়েন্ট ৬১৩। প্রথম টেস্ট ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ ও হন তিনি। 

শান্তর পাশাপাশি র‍্যাংকিয়ে এগিয়েছেন মুশফিকুর রহিম ও। গল টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ রানের নান্দনিক ইনিংস খেলেন মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে করেন ৪৯ রান। ম্যাচে ২১২ রান করে র‌্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে শান্তর ঠিক উপরে, অর্থাৎ ২৮তম স্থানে উঠেছেন মুশি। তার রেটিং এখন ৬১৫। শান্তর চেয়ে মাত্র ২ রেটিংয়ে এগিয়ে মুশফিক। টেস্টে বাংলাদেশের হয়ে সেরা র‌্যাংকিংয়ে আছেন মুশি

অন্যদিকে প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করায় তিন ধাপ এগিয়ে ৫০২ রেটিং নিয়ে ৫৫ তম স্থানে টাইগার ওপেনার।  তবে প্রথম ইনিংসে ৯০ রান করলেও অবনতি হয়েছে লিটন দাসের। তিন ধাপ পিছিয়ে ৫৭৬ রেটিং নিয়ে ৪০তম স্থানে নেমে গেছেন এই উইকেটকিপার ব্যাটার।

No comments found