close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

‘সুগার ড্যাডি ছাড়া মিডিয়াতে এত টাকা কামানো সম্ভব না’

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সামান্য কাজ, কিন্তু বিশাল সম্পদ—এই রহস্যে এবার মুখ খুললেন 'ব্যাচেলর পয়েন্ট' খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। জানালেন, সুগার ড্যাডি ছাড়া মিডিয়াতে বিলাসবহুল জীবন সম্ভব নয়। তার এমন সাহসী বক্তব্যে..

সুগার ড্যাডি ছাড়া মিডিয়াতে এত টাকা কামানো সম্ভব না—কঠিন বাস্তব উন্মোচন করলেন ফারিয়া শাহরিন

বাংলাদেশের বিনোদন অঙ্গনে অভিনেত্রী ফারিয়া শাহরিন একটি পরিচিত নাম। দীর্ঘদিন ধরেই তিনি ছোটপর্দার সঙ্গে যুক্ত। কিন্তু তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে মূলত কাজল আরেফিন অমির পরিচালনায় প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্তরা চরিত্রে অভিনয়ের পর থেকে। দর্শকদের কাছে এখন তার আসল নামের চেয়ে 'অন্তরা' নামেই বেশি পরিচিত হয়ে উঠেছেন তিনি।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজটি ইতোমধ্যে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে এবং এটি মোট চারটি সিজন অতিক্রম করেছে। প্রতিটি সিজনেই ছিল নানা হাস্যরস, সমাজ বাস্তবতা ও তরুণ প্রজন্মের জীবনের প্রতিচ্ছবি। এর ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে পঞ্চম সিজন—যেখানে ফের দেখা যাবে ফারিয়া শাহরিনকে।

সরাসরি কথা বললেন মিডিয়ার বাস্তবতা নিয়ে

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শোবিজের পেছনের অজানা কিছু দিক তুলে ধরেন। ফারিয়া বলেন, "শোবিজে টাকাপয়সা আসে, এটা ঠিক। কিন্তু খুব বেশি আয় করা, বিলাসবহুল জীবনযাপন—সবাই করে কীভাবে? আমি নিজে এখনও একটা গাড়িও কিনতে পারিনি। আমার নিজের বাসা নেই, এখনও বাবার গাড়িতে চড়ে চলাফেরা করি।"

তিনি আরও যোগ করেন, "আমি সবসময় সততার সঙ্গে কাজ করেছি। নাটক, বিজ্ঞাপন—যা কাজ পেয়েছি, সেটা করেছি মন দিয়ে। কিন্তু এত কম কাজ করে কেউ যদি বাংলো বানায়, দামি গাড়ি কেনে—তাহলে প্রশ্ন তো থেকেই যায়। সত্যি বলতে, যদি কারও ‘সুগার ড্যাডি’ না থাকে, তাহলে এত টাকা কামানো কঠিন।"

ফারিয়ার সাহসী স্বীকারোক্তি চমকে দিয়েছে নেটিজেনদের

তার এই বক্তব্য শোবিজ অঙ্গনে আলোড়ন তুলেছে। অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন এমন সাহসী সত্য উচ্চারণের জন্য। আবার কেউ কেউ সমালোচনা করে বলছেন, এতে মিডিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তবে ফারিয়া নিজের অবস্থান স্পষ্ট করেছেন: "আমি যা দেখেছি, বুঝেছি, সেটাই বলেছি। আমি কাউকে আঘাত করতে চাইনি, শুধু বাস্তবতা তুলে ধরেছি।"

তিনি বলেন, “আমার ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি থাকবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমি নিজের পরিশ্রমেই চলতে চাই। যতটুকু কাজ করব, ততটুকুই আয় হবে। তার বাইরে আমি কোনো শর্টকাটে বিশ্বাস করি না।”

মিডিয়ার অভ্যন্তরীণ বিতর্ক নিয়ে ফের আলোচনা

এমন মন্তব্য শোবিজ অঙ্গনের এক দীর্ঘদিনের বিতর্ককে সামনে এনে দিয়েছে—মিডিয়ায় থাকা অনেক শিল্পী-কলাকুশলীর অস্বাভাবিক জীবনযাপন। দর্শক-নেটিজেনরা প্রায়ই প্রশ্ন তোলেন, কীভাবে হঠাৎ করে একটি নাটক বা সিনেমা করে একজন শিল্পী দামি গাড়ি কিনে ফেলেন বা বিদেশ সফর করেন।

ফারিয়ার বক্তব্য যেন সেই প্রশ্নের উত্তর হয়ে এলো, অন্তত তার নিজের অভিজ্ঞতা অনুযায়ী।

‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে উচ্ছ্বসিত ফারিয়া

সাক্ষাৎকারের শেষ দিকে ফারিয়া জানান, তিনি খুব দ্রুতই ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর শুটিংয়ে যোগ দেবেন। দর্শকের ভালোবাসা তাকে বরাবরই অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার জন্য। “আমি চাই আরও ভালো কাজ করতে, নিজেকে প্রমাণ করতে,” বলেন তিনি।


 

ফারিয়া শাহরিনের এই খোলামেলা বক্তব্য মিডিয়াজগতের গ্ল্যামার ও বাস্তবতার মধ্যে যে বিশাল ফারাক আছে, সেটাই আবার সামনে নিয়ে এলো। তিনি হয়তো অনেকের কাছে বিতর্কিত হয়ে উঠবেন, কিন্তু এমন সত্য উচ্চারণের সাহস দেখাতে পারে খুব কম মানুষই।

Nenhum comentário encontrado