সরকার বললে চলে যাব : শিক্ষা উপদেষ্টা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Education Adviser Chowdhury Rafiqul Abrar stated that he is willing to step down if the government feels his work was disrupted following the Milestone School plane crash. He also explained the delay ..

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, যদি সরকার মনে করে আমার কাজ ব্যত্যয় হয়েছে, আমাকে যেতে বললে চলে যাবো। একই সঙ্গে পরীক্ষার পেছানোর দেরির কারণ ও শিক্ষাসচিবের পদত্যাগ নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি।

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়া ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের তৎপরতা নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় হয়েছে, আমাকে যেতে বললে আমি চলে যাবো।”

তিনি আরও জানান, মন্ত্রণালয়ের কোনো ব্যত্যয় হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি শিক্ষাসচিবের প্রত্যাহারের বিষয়েও কথা বলেছেন। শিক্ষাসচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যা একটি উচ্চতর কমিটির সিদ্ধান্ত। “আমি ওই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলাম না, তাই কেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তা বলতে পারছি না,” উপদেষ্টা জানান।

এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে তিনি বলেন, “পরীক্ষা হুট করেই পেছানো যায় না। এটি একক সিদ্ধান্ত নয়, তাই দেরি হয়েছে। রাত গভীরে পরীক্ষার পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরীক্ষার নতুন তারিখ দ্রুত জানিয়ে দেওয়া হবে।”

উল্লেখ্য, সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনার প্রভাব পড়েছিল পরবর্তী দিনের এইচএসসি পরীক্ষায়। দুর্ঘটনার পরপরই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। তবে পরীক্ষা স্থগিতের ঘোষণা অনেকক্ষণ পরে আসে।

বিষয়টি ঘিরে গতকাল শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে সচিবালয়ের ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়, পুলিশ লাঠিপেটা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অনেক শিক্ষার্থী আহত হয়।

এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অব্যাহতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আহতদের চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে।

Ingen kommentarer fundet