close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সৌদিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ অব্যাহত: বিশাল কর্মযজ্ঞে বাড়তি চাহিদা, উপহার হিসেবে ৩৭২ টন গোস্ত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
প্রতিদিন গড়ে ৪-৬ হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিচ্ছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। আগামী দিনগুলোতে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার ধারা অব্যাহত রাখবে বলে নিশ্চয়তা দিয়েছেন
প্রতিদিন গড়ে ৪-৬ হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিচ্ছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। আগামী দিনগুলোতে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার ধারা অব্যাহত রাখবে বলে নিশ্চয়তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম। রোববার দুপুরে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার হিসেবে ৩৭২ টন কোরবানির গোস্ত প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশিদের জন্য সৌদির ‘বিশেষ কর্মসংস্থান’ সুযোগ: বর্তমানে সৌদি আরবে প্রায় তিন মিলিয়ন বাংলাদেশি কর্মী কাজ করছেন। গত মাসে এককভাবে বাংলাদেশ থেকে ৮৩ হাজার কর্মী নিয়েছে সৌদি আরব, যা গত ৩৫ মাসের মধ্যে কোনো একক দেশের জন্য সর্বোচ্চ। উল্লেখ্য, সৌদি সরকার তার ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের জন্য দেশজুড়ে মেগা প্রকল্প হাতে নিয়েছে। এছাড়াও ২০৩৪ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি হিসেবে সৌদি আরবে ব্যাপক পরিমাণে উন্নয়নমূলক কাজ চলছে। এসব কর্মকাণ্ডে বিপুল পরিমাণে জনশক্তির চাহিদা তৈরি হবে। এর ফলে বাংলাদেশের কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ৩৭২ টন কোরবানির গোস্ত বাংলাদেশের মানুষের জন্য উপহার: চলতি বছর পবিত্র হজে কোরবানি করা ৪০ হাজার পশুর মোট ৩৭২ টন গোস্ত বাংলাদেশে পাঠিয়েছে সৌদি সরকার। ঢাকায় সৌদি দূতাবাস থেকে জানানো হয়, এ বিশেষ উপহার বাংলাদেশের ৬৪টি জেলার ৯৫টি উপজেলার এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। রোববার রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে এ উপহারের গোস্ত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের উপরাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিমসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ জামিলসহ অন্যান্য কর্মকর্তারা। দ্বিপাক্ষিক সুসম্পর্কে সৌদি বাদশাহ ও যুবরাজের ভুমিকা: এ উপহার সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে বাংলাদেশি জনগণের জন্য বিশেষ উপহার। অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও মজবুত করবে। সৌদি উপ-রাষ্ট্রদূত এসময় সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের বিষয়ে বলেন, তার সফরের সূচি এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তা জানিয়ে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। উপসংহার: সৌদি আরবের কর্মসংস্থান ধারা অব্যাহত রাখার এ ঘোষণা বাংলাদেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। ‘ভিশন ২০৩০’ ও বিশ্বকাপ ফুটবলের মেগা প্রকল্পে বিপুল কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশিদের জন্য সৌদি আরবকে আরও গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করবে। সারসংক্ষেপ: সৌদি আরবের ঐতিহাসিক পদক্ষেপে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান ও কোরবানির গোস্তের বিশেষ উপহার দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করবে।
कोई टिप्पणी नहीं मिली


News Card Generator