close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সৌদি আরবের মদিনায় বাস–ট্যাঙ্কার সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড ওমরাহযাত্রী ৪২ ভারতীয়র মর্মান্তিক মৃত্যু..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
সৌদি আরবের মদিনায় বাস–ট্যাঙ্কার সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড
ওমরাহযাত্রী ৪২ ভারতীয়র মর্মান্তিক মৃত্যু..

 


সৌদি আরবের মদিনায় বাস–ট্যাঙ্কার সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড
ওমরাহযাত্রী ৪২ ভারতীয়র মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবের মদিনা থেকে মক্কা অভিমুখে যাত্রাপথে ওমরাহযাত্রীবাহী একটি বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বৈকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী ঘটনাস্থলেই দগ্ধ হয়ে প্রাণ হারান। নিহতদের বেশিরভাগই ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই বাসটি মুহূর্তেই আগুনে পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, যাত্রীরা তখন ঘুমিয়ে ছিলেন—ফলে কেউ পালানোর সুযোগ পাননি। অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে উদ্ধারকর্মীদের মৃতদেহ শনাক্ত করতেও বেগ পেতে হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী রেভিনাথ রেড্ডি, স্বরাষ্ট্র মন্ত্রী ও এমআইএম পার্টির চেয়ারম্যান আসাদউদ্দিন ওয়াইসি। শোকবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এছাড়া কংগ্রেস নেতৃবৃন্দ রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীও শোক প্রকাশ করেছেন।

দুর্ঘটনার পর সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ সমন্বয়ের জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলেছে ভারত সরকার। উদ্ধার কাজে স্থানীয় পুলিশ, দমকল ও প্রশাসনের সদস্যরা যৌথভাবে কাজ করছেন। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় নারী–পুরুষ মিলিয়ে ২২ জন এবং বাকি নিহতরা শিশু বলে প্রাথমিকভাবে জানা গেছে। তেলেঙ্গানাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং সার্বিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে।

তারিখ : ১৭ নভেম্বর ২০২৫, সোমবার রাত ১০টা


আরও সংক্ষিপ্ত, দীর্ঘ বা হেডলাইন পরিবর্তন করে চাইলে জানাবেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator