সোনাতলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত ..

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
****

মিনহাজুল বারী, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া সোনাতলায় মা ও শিশু সহায়তা কর্মসূচীর বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ বিষয় উপজেলা কমিটির প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বিনিফিট প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের সহোযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশু মেডিকেল অফিসার শরিফা নুসরাত সহ আরও অনেকে৷  এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ অফিসার ডাঃ হাসিবুল হাসান,  জেন্ডার প্রোমোটার মোছাঃ শাহনাজ, ইফফাত জাহান, সোনালী ব্যাংক ম্যানেজার মাহফুজুর রহমান, এক্সিম ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, সোনাতলা পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিপুল বারী টীম, সদর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, দিগদাইর ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, তেকানী ইউপি চেয়ারম্যান জাহিদুল, জোরগাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, বালুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। 

Nema komentara