সোনাতলায় বণিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত 

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
মৃত ৩ সদস্যর পরিবারের মাঝে নগদ চেক হস্তান্তর

 

মিনহাজুল বারী,  বগুড়া প্রতিনিধিঃ 
বগুড়া সোনাতলায় বণিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ মে) শনিবার সোনাতলা বণিক সমিতির এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 
এতে অত্র বণিক সমিতির সিনিয়ার সহ-সভাপতি মাহফুজুল করিম টপির সভাপতিত্বে সাধারন সভায় সমিতির সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন বিষয়ক আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আকন্দ, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম শাহিন, সদস্য একরাম হোসেন ভুট্টা, জাহেদুল ইসলাম প্রমূখ। 
পরে সমিতির গঠনতন্ত্র মতাবেক মৃত ৩ সদস্যের পরিবারের মাঝে এককালীন ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করে। উপকার ভোগীরা মৃত্যুকালীন সদস্যরা হলেন, মোঃ জাহিদুল বারী  মন্ডল ( সদস্য নং-৬৩), চন্দ্রিকা সাহা (সদস্য নং- ১১), শ্রী সমিরন তালুকদার (সদস্য নং- ১২৪)। 
এসময় উপস্থিত ছিলেন,  মহিদুল হাসান শাহীন সহ অন্যন্য সদস্যবৃন্দ। 

Nema komentara


News Card Generator