মোঃ মেহেদী হাসান | আই নিউজ বিডি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র রানীগঞ্জ বাজারে চলাচলের গুরত্বপূর্ণ সড়ক—দুর্গা মন্দির থেকে নুনদহ রোডের বাজারের মধ্যাংশে সংস্কারের নামে চলছে দুর্ভোগের রাজত্ব।
সংস্কারের উদ্দেশ্যে পূর্বের পিচঢালা, সচল সড়কটি বাজারের মধ্যাংশ ভেঙে ফেলে ইটের খোঁয়া ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। রোলার দিয়ে সামান্য ডলে কাজ থেমে থাকায় এখন এ সড়ক যেন কেবল ধুলো, কাদা আর ঝুঁকির প্রতিচ্ছবি।
প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন অগনিত সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী এবং দোকানিরা। প্রতিনিয়ত ধুলোবালি, কাঁদা ও কাঁচা রাস্তার দুর্ভোগে পড়ছেন বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, “সঠিক সময়ে পণ্য আনতে পারছি না, কাস্টমারও ফিরে যাচ্ছে কাদার ভয়ে।”
শুধু দুর্ভোগ নয়, দুর্ঘটনার আশঙ্কাও তীব্র। বিশেষ করে বর্ষাকালে সড়কটি কার্যত কাঁদায় পরিপূর্ণ আর স্থানীয়দের দাবি—যথাযথ পরিকল্পনা ও মনিটরিংয়ের অভাবেই এই অবস্থা।
এখানেই শেষ নয়, ইটের খোয়া ফেলে রাখা রাস্তায় প্রতিটি গাড়ি বা রিকশা চলতে গিয়ে প্রচণ্ড ঝাঁকুনির মুখে পড়ে। হাঁটাচলার সময়ও পথচারীরা ভারসাম্য হারিয়ে প্রায়ই পড়ে যাচ্ছেন। উঁচু-নিচু এই রাস্তা যেন বাজারের মানুষের জন্য প্রতিদিনকার এক পরীক্ষায় পরিণত হয়েছে।
দ্রুত এই উন্নয়নকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তা না হলে জনদুর্ভোগ আরও তীব্র হবে, এবং উন্নয়ন প্রশ্নবিদ্ধ হবে।
রানীগঞ্জ চায় কার্যকর ব্যবস্থা—তথাকথিত উন্নয়নের নামে দূর্ভোগের রাজত্ব নয়!