শ্রমিক আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আজ বিকাল পাঁচ ঘটিকায় পটুয়াখালী বড় চৌরাস্তা চত্বর প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমেদ সিরাজির সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক মুহাম্মদ আনছার উদ্দিন এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে ইসলামি শ্রমিক আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ নাজিবুল্লাহ সরকার বলেন, একমাত্র ইসলামি আন্দোলন ই পারবে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে তাই আপনারা দলে দলে ইসলামি শ্রমিক আন্দোলনে যোগ দিন। তিনি আরও বলেন, আমরা এই সরকারের নিকট আহবান জানাই, আগামী ৫ মে যেন চরমোনাই সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম কে যেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করা হয় এর ব্যত্যয় হলে আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে ইসলামি আন্দোলন । বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন বক্তারা বলেন, আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামি আন্দোলন কে বিজয়ী করলেই বাংলাদেশে শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, স্বাধীনতার পর থেকে এদেশে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নি একমাত্র ইসলামি আন্দোলন বাংলাদেশ পারবে জনগণের অধিকার ফিরিয়ে দিতে। আগামী নির্বাচনে পটুয়াখালী থেকেই ইসলামি আন্দোলনের বিজয় শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, গত পাঁচ আগষ্টের পর থেকে একটি দল এদেশে লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্বে ব্যস্ত তারা আবার নির্বাচন চায় বাংলাদেশের মানুষ করে তারা নির্বাচনের পর সরকারে গেলে আওয়ামী জাহেলিয়াত এর চেয়েও ভয়ংকর রুপ ধারন করবে। প্রয়োজনীয় সংস্কার ব্যতীত নির্বাচন হতে পারে না। বিএনপির উচিত আগে মাঠ পর্যায় থেকে অপকর্ম বন্ধ করে নির্বাচনের নাম মুখে তোলা। এর আগে পটুয়াখালী সদর উপজেলার নবনির্বাচিত নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন। পটুয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে ইসলামি আন্দোলনের হাজারো নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশে অংশগ্রহণ করেন।
সংস্কারের আগে নির্বাচন নয়, চাঁদাবাজী, দখলদারিত্ব বাদ দেয়ার পর নির্বাচনের কথা বলবেন বিএনপির উদ্দেশ্যে চরমোনাই পীর রেজাউল করিম।..


প্রকাশিত : ২০:১৩ পিএম, ০৩ মে ২০২৫
Walang nakitang komento