সংস্কার নিয়ে ঐকমত্য তৈরি হলে দ্রুতই নির্বাচন হবে, আশা ফখরুলের

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ন্যূনতম ঐকমত্যে পৌঁছাবে এবং দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ন্যূনতম ঐকমত্যে পৌঁছাবে এবং দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা সংস্কারের প্রস্তাব তুলে ধরেছেন। সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো প্রস্তাব নিয়ে কমিশনের সঙ্গে কথা বলে একটি ন্যূনতম ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে। তিনি বলেন, "আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।" অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ নেতা অংশ নেন।
No comments found