close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সংস্কার না হলে দেশ এগোবে না, তাই সরকারকে আপাত সমর্থন: হান্নান মাসউদের ঘোষণা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নাগরিকদের আকাঙ্ক্ষিত মৌলিক সংস্কার বাস্তবায়নের আগ পর্যন্ত সরকারকে সমর্থন দিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি। দুর্নীতিবিরোধী অবস্থান থেকে সরকারের পাশে থাকার ঘোষণা দিলেন দলের শীর্ষ নেতা হান্নান মাসউদ।..

মৌলিক সংস্কার ও প্রশাসনিক শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, "সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব।" তিনি দাবি করেন, সরকার যখন আমলাতান্ত্রিক দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, তখন সেই উদ্যোগে বাধা সৃষ্টি করছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে সুবিধা ভোগ করে আসছে।

মঙ্গলবার রাত ৮টা থেকে ঘণ্টাব্যাপী নোয়াখালীর মাইজদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

হান্নান মাসউদ আরও বলেন, “সরকার যখন রাজস্বখাত, বন্দর, এবং আমলাতন্ত্রে সংস্কারের মাধ্যমে দুর্নীতি দমন করতে চায়, তখনই সেই প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ গোষ্ঠী তৎপর হয়ে ওঠে। তারা চায় না কোনো রকম জবাবদিহিতা থাকুক। তারা তাদের ‘দুর্নীতির স্বাধীনতা’ ধরে রাখতে চায়। এর বিপরীতে আমরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারে উৎসাহিত করছি।”

সংবাদমাধ্যমের সামনে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, “দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে দেশি-বিদেশি নানা মহল থেকে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। জাতীয় নাগরিক পার্টি দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করছে।”

তিনি জানান, “আমরা জনগণের কাছে আমাদের সংস্কারমুখী প্রস্তাবনা তুলে ধরছি। তারা আমাদের ডাকে সাড়া দিচ্ছে। আগামী দিনের জন্য একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নোয়াখালী জোনের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, এবং নোয়াখালী জেলার সংগঠক ইয়াছিন আরাফাত।

তারা সবাই একবাক্যে বলেন, “সংবিধান পরিবর্তন, নির্বাচন কমিশনের সংস্কার, স্বাস্থ্য খাতের উন্নয়ন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং দুর্নীতি দমন কমিশনের শক্তিশালীকরণের মধ্য দিয়েই রাষ্ট্র সংস্কার সম্ভব। আর সেই সংস্কার বাস্তবায়নে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাই।”

কর্মসূচিতে নেতাকর্মীরা ‘জুলাই প্রোক্লেমেশন’-এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বে একটি সমন্বিত স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানান। তাদের মতে, জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে স্থানীয় সরকারের ভিত্তি মজবুত করা অপরিহার্য।

তারা বলেন, “শুধু দলীয় স্বার্থ নয়, এখন সময় এসেছে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবার। তাই জাতীয় নাগরিক পার্টি জনগণের মাঝে গিয়ে বাস্তব সংস্কার দাবির প্রচার চালাচ্ছে।”

এখন পর্যন্ত যারা সংস্কার বিরোধিতা করছে, তারা আসলে নিজের সুবিধা রক্ষায় সচেষ্ট – এমন অভিযোগ তুলে হান্নান মাসউদ বলেন, “এই আন্দোলন সরকারের নয়, জনগণের। সংস্কার নিশ্চিত হলেই আমরা ফলাফল দেখতে পাবো। তাই এই মুহূর্তে সরকারকে সমর্থন দিয়ে আমরা জনগণের স্বার্থরক্ষায় সচেষ্ট।”

Keine Kommentare gefunden