close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারে প্রাইমারি স্কুলে চিঠি পাঠানো..

Juwel Hossain avatar   
Juwel Hossain
একাদশ সংসদ নির্বাচনে ৪০ হাজারের বেশি এবং দশম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি ভোটকেন্দ্র ব্যবহৃত হয়েছিল।..

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্কারের জন্য চাহিদা চেয়ে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার সকল জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়। এতে বলা হয়েছে, জেলার আওতাধীন উপজেলা/থানা শিক্ষা অফিস থেকে তথ্য সংগ্রহ করে নির্ধারিত ছকে একত্রিত করে আগামী ১০ আগস্টের মধ্যে হার্ডকপি এবং সফট কপি (dirplandpe@gmail.com, adplandpe@gmail.com) ই-মেইলে পাঠাতে হবে।

সংস্কার কার্যক্রমের জন্য ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের পরিচালন বাজেট থেকে বরাদ্দ দেওয়া হবে এবং ২০১৩ সালের ২০ মে জারি করা ক্ষুদ্র মেরামতের নীতিমালা অনুসরণ করতে হবে। যেসব বিদ্যালয়ের মেরামতের প্রয়োজন নেই, তাদের চাহিদা না পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৪ হাজার ভোটকেন্দ্র ছিল। একাদশ সংসদ নির্বাচনে ৪০ হাজারের বেশি এবং দশম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি ভোটকেন্দ্র ব্যবহৃত হয়েছিল।

No se encontraron comentarios