সলঙ্গার হাটিকুমরুলে তর্কাতর্কীর জেরে যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা। ..

শাহরিয়ার মোরশেদ avatar   
শাহরিয়ার মোরশেদ
সিরাজগঞ্জ রোডপার হলে হাটিকুমরুলে ঢাক-বগুড়া মহাসড়কে গাড়ী এইস.কে গাড়ীর সুপারভাইজারের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে সুপারভাইজার ও হেলপারের সজোরে ধাক্কা দিলে চলন্ত গাড়ী থেকে পরে গাড়ীর পিছন চাকায় চাকার নি..

 


শাহরিয়ার মোরশেদ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি - 
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে তর্কাতর্কির জেরে এইচকে পরিবহন বাসের হেলপার ও সুপারভাইজারের ধাক্কায় বাস থেকে পরে  চ সৌকত আহমেদ (২৩) নামের ১ যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১ঘটিকার সময় হাটিকুমরুলের রাধনাগর ঢাকা বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে।

পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ী ফিরতে নিজে স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে বগুড়া গামী এইসকে গাড়ীতে উঠেছিল সৌকত আহমেদ (২৩)।

সিরাজগঞ্জ রোডপার হলে হাটিকুমরুলে ঢাক-বগুড়া মহাসড়কে গাড়ী এইস.কে গাড়ীর সুপারভাইজারের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে সুপারভাইজার ও হেলপারের সজোরে ধাক্কা দিলে চলন্ত গাড়ী থেকে পরে গাড়ীর পিছন চাকায় চাকার নিচে পরে তার মাথা থেঁতলে গেলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

নিহত সৌকত আহম্মেদ (২৩) বগুড়া জেলার নন্দি গ্রাম থানার হাজার বেগুনী পাড়া গ্রামের সোলেমান এর ছেলে।

এ ঘটনায় মরদেহ ও ঘাতক চালক,  সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেলেও গাড়ীটিকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ। 

এবিষয়ে মুঠোফোনে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

Keine Kommentare gefunden