সড়ক দুর্ঘটনা > মোঃ রেজাউল ইসলাম বাবলু আজ সকাল ১২ টার সময় রাধানগর রামনগর ইউনিয়ন নগরকান্দা ফরিদপুর স্থানে নসিমন চালকসহ একজন নিহত এবং দুইজন আহত হয় ।
নিহত ব্যক্তি মাহিম (১৫) পিতা জালাল উদ্দিন গ্রাম শৈলডুবি আবুলের মোড় বটতলা সদরপুর ফরিদপুর।
আহত দুজন ব্যক্তির মধ্যে একজন নসিমন চালক এবং সহকারী আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়,
আহত ব্যক্তি মিরাজুল(২২) পিতা- আবুল
গ্রাম রামনগর নগরকান্দা ফরিদপুর,
কলঙ্কীর (১৬) একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়,
রাস্তার পাশে গর্ত থাকায় নসিমনের পিছনের চাকা গর্তের মধ্যে পড়লে নছিমনের অতিরিক্ত গতি থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।
পরবর্তীতে নগরকান্দা থানায় জানানো হলে এসআই সাইফুল ইসলাম সরজমিনে বিষয়টি তদন্ত করেন।
তদন্তের একটি নসিমন জব্দ করা হয়।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
没有找到评论