close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সীতাকুণ্ডে রড তৈরির কারখানা আজ দুই শ্রমিক নিহত বলে যানা যাই..

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
সীতাকুণ্ডে রড তৈরির কারখানা আজ দুই শ্রমিক নিহত বলে যানা যাই

সীতাকুণ্ডের কুমিরা সুলতলা মন্দির এলাকায় অবস্থিত  রড তৈরি কারখানায় দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানায় এ নিহতের ঘটনাটি ঘটেছে

নিহত শ্রমিকরা হলেন-মোঃ মোস্তফা (২৪) ও মোঃ রিফাত (২৫)। নিহত রিফাত মীরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে। অপর শ্রমিক মোস্তফা বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রবিবার সকালে কারখানায় অন্যান্য দিনের মতো কাজ করছিল শ্রমিক মোস্তফা ও রিফাত। এ সময় লিফটের তার ছিঁড়ে উপর থেকে নিচে পড়ে গেলে এতে দুই শ্রমিক গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে শ্রমিক দুজনের মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ। তিনি বলেন, সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জিপিএইচ ইস্পাত কারখানায় দুই শ্রমিক দুর্ঘটনায় মারা গিয়েছে বলে যানানো হয় ।

Keine Kommentare gefunden


News Card Generator