সীতাকুণ্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও প্রাণহানির ঘটনা নেই। তবে চট্টগ্রামমুখী রুট বন্ধ থাকায় ঢাকাগামী লাইনেই চলছে উভয় দিকের ট্রেন।..

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রেলওয়ে স্টেশন এলাকায় আজ সোমবার সকালে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল ৯টা ৫১ মিনিটে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুমিরা রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন স্টেশনের কাছে পৌঁছানোর মুহূর্তেই পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রামমুখী মূল রেললাইন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তবে ঢাকামুখী মূল লাইনে বর্তমানে উভয় দিকের ট্রেন চলাচল স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।”

লাইনচ্যুত বগিটি সরানোর জন্য দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছেছে রেলওয়ের উদ্ধারকারী দল। তারা বিশেষ যন্ত্রপাতি দিয়ে লাইনচ্যুত বগি আবার লাইনে তোলার চেষ্টা করছে। তবে এই কাজ কতক্ষণে শেষ হবে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ের প্রকৌশলী দল অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তবে চট্টগ্রামগামী যাত্রীবাহী ও মালবাহী সব ট্রেন আপাতত ঢাকামুখী লাইনের বিপরীত পথে চালানো হচ্ছে, যার ফলে রেল চলাচলে ঝুঁকি কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সীতাকুণ্ডসহ আশেপাশের এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ। অনেক যাত্রী স্টেশনেই আটকে পড়েছেন এবং তাদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। বিশেষ করে ঈদ ও ছুটির মৌসুমে এমন রেল বিপর্যয় যাত্রীসাধারণের জন্য এক দুঃসংবাদ হয়ে আসে।

অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, রেললাইন রক্ষণাবেক্ষণ ঠিকমতো না করার কারণেই এমন ঘটনা ঘটে। আমরা রেলে ভরসা করি, কিন্তু প্রতিবার কোনো না কোনোভাবে বিড়ম্বনায় পড়ি।

রেলওয়ের একটি অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব, রেলপথের দুর্বল অবস্থা ও অতিরিক্ত ওজনের চাপের কারণেই বগিটি লাইনচ্যুত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রেলওয়ের এক কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। বগি উদ্ধারের পর পুরো ট্র্যাক পরীক্ষা করা হবে এবং ত্রুটি থাকলে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমিরা এলাকায় উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে ঢাকামুখী লাইনে উভয় দিকের ট্রেন চলাচল করা হলেও যেকোনো সময় রুটে অতিরিক্ত চাপ ও দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং বিকল্প পরিকল্পনার কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

Không có bình luận nào được tìm thấy