close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিরিজ জেতার প্রত্যাশা নিয়ে দেশ ছাড়লেন তাসকিন আহমেদ

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
টেস্ট সিরিজের পর এইবার ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গতকাল ৮ ক্রিকেটার দেশ ছেড়েছিলেন। আজ শনিবার, দেশ ছাড়লেন নাইম শেখ ও তাসকিন আহমেদ..

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয় তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা সিরিজ হয়ে আশাবাদী তিনি৷ তাসকিন বলেন, একজন টিম ম্যান হিসেবে আমি আমার দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব। আমি অনেক উদগ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে যে মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়্নি। খেলতে পারিনি। হ্যাঁ, তো এখন ভালো লাগছে যে... আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম। যাচ্ছি তো এখন একটাই প্রত্যাশা যাতে জয়ের পিছনে আমার ভূমিকা থাকে যাতে।'-যোগ করেন তিনি।

ইঞ্জুরি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যে কোনো প্লেয়ারের জন্যই এটাই অনেক দুঃখজনক যে মাঠের বাইরে থাকা ইনজুরির কারণে। এটা আসলে জীবনেরই অংশ, বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। তো এটাই আমার জন্য এখন খুশির ব্যাপার যে আল্লাহর রহমতে আমি আবার ফিরেছি। তো আশা করি ভালো কিছু করব।

کوئی تبصرہ نہیں ملا