সিরাজগঞ্জকে ‘রেইনবো শহর’ করার স্বপ্ন টুকুর

Juwel Hossain avatar   
Juwel Hossain
জন্মাষ্টমীর শোভাযাত্রায় ধর্মীয় সম্প্রীতির আহ্বান বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর..

“সনাতন ধর্মের উৎসব সবার”—এভাবেই বক্তব্য শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, অতীতে হিন্দু-মুসলিম-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একসাথে বসবাস করতো, একসাথে আনন্দ-উৎসবে অংশ নিতো। রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়েছে। রাজনীতিকে সমাজ থেকে দূরে রাখলে মানুষ আবারও সম্প্রীতির বন্ধনে ফিরে আসতে পারবে।

শনিবার সকালে সিরাজগঞ্জের বড়গোলা রোডস্থ মওলানা ভাসানী কলেজের সামনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রার আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টুকু। তিনি আওয়ামী লীগের রাজনীতিকে দায়ী করে বলেন, “স্বাধীনতার পর থেকেই তারা ধর্মীয় বিভাজন সৃষ্টি করেছে, মানুষের সম্পদ লুট করেছে, গুম-খুন-নিপীড়ন চালিয়েছে। সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরের ৯৫ ভাগ দখল করেছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা।”

টুকু আরও বলেন, “২৪ জুলাই-আগস্ট গণআন্দোলন ও অভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতনের পর আমি সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেছি—আপনারা নির্ভয়ে বসবাস করুন, ব্যবসা-বাণিজ্য চালান। কেউ আঘাত করলে সেই আঘাত আমার আত্মায় লাগে। আমার স্বপ্ন, সিরাজগঞ্জকে রেইনবো শহরে রূপান্তর করা, যেখানে সাত রঙের মানুষের সহাবস্থান হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট কল্যাণ সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস।

আলোচনা সভা শেষে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শ্রী সত্য নারায়ণ সারদা। শোভাযাত্রায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী।

সিরাজগঞ্জের এই জন্মাষ্টমী শোভাযাত্রা পরিণত হয় ধর্মীয় সম্প্রীতি, ঐক্য আর সহাবস্থানের অনন্য বার্তায়।

কোন মন্তব্য পাওয়া যায়নি