close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সিরাজগঞ্জে পারিবারিক বিবাদে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের হাতে আটক হন।..

রোববার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়ার খাঁপাড়ায় ইব্রাহিম (৪৫) তার স্ত্রী রঞ্জনা খাতুন (৩৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশকে খবর দেন।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক আহসানুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার এবং ইব্রাহিমকে  হেফাজতে নেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রঞ্জনার পিতার বাড়ির লোকজন পুলিশকে জানিয়েছে, তারা এই ঘটনায় মামলা দায়ের করবেন। পুলিশ প্রাথমিকভাবে পারিবারিক কলহকে হত্যার কারণ হিসেবে ধরে নিয়েছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে।

Inga kommentarer hittades