সিরাজগঞ্জে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির..

Juwel Hossain avatar   
Juwel Hossain
দীর্ঘ আট বছর পর একযোগে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।..

দীর্ঘ আট বছর পর একযোগে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে জেলার ছয়টি কেন্দ্রে সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়।

শনিবার (৩১ মে) সকালে জেলা শহরের সিরাজগঞ্জ সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, হাজী আহমেদ আলী আলিয়া মাদ্রাসা, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ ও ভিক্টোরিয়া হাই স্কুল কেন্দ্রে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষার্থীদের জন্য সেখানে বিনামূল্যে ব্যাগ ও মোবাইল রাখার ব্যবস্থা, পরীক্ষার ভেন্যু খুঁজে দেওয়ার সহায়তা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়।

সহায়তা কেন্দ্রগুলোতে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানসহ অন্যান্য শাখার নেতৃবৃন্দ।

পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা এমন সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। অনেক অভিভাবকও এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এছাড়াও সরাসরি উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা। তিনি বলেন, শিক্ষার্থীদের যাতে কোনো ধরণের ভোগান্তি না হয়, সে লক্ষ্যে আমরা এই ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে।

没有找到评论


News Card Generator