close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে আইন শৃংখলা অবনতিতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ

Juwel Hossain avatar   
Juwel Hossain
শনিবার (১৪জুন) বেলা ১১টার সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স হলরুমে জরুরীভাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।..

সিরাজগঞ্জের শহর ও গ্রামগুলোতে ঈদ পরবর্তী সময়ে পাড়া মহল্লায় দফায় দফায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত মারামারি চলতেই আছে এরই আলোকে শহর গ্রামগঞ্জে মারামারি নিরসন ও প্রশাসনকে সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু শহরের সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে।

শনিবার (১৪জুন) বেলা ১১টার সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স হলরুমে জরুরীভাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত মারামারির ঘটনা ঘটছে। যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। এর ফলে স্থানীয়দের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এভাবে প্রতিনিয়ত চলতে থাকলে আমাদের নিজেদের ক্ষতি হবে এবং বাহিরের লোকজন বিনিয়োগ করবে না। তাই শহরের মারামারি ও সংঘর্ষ প্রতিরোধে আমাদের সবাইকে সতর্ক এবং ঐক্য বজায় রাখতে হবে। এছাড়া মারামারির ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং উক্ত মারামারিতে জড়িতদের গ্রেফতারে প্রশাসনের কঠোর ভূমিকা পালনের আহব্বান জানান।

তিনি আরও বলেন, শহর ও গ্রামগঞ্জে ব্যবসায়ীরা যেন শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সে দিকে চেম্বার অব কমার্স সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ও সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত চিহ্নিত ব্যক্তিদের ধরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 

এ বিষয়ে বিএনপির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল পেশার মানুষ চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাঁড়াতে যৌথবাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ করেন। দীর্ঘদিন ধরে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে বারবার মিমাংসা ও শান্ত রাখার জন্য এলাকার সর্বস্তরের মানুষদের নিয়ে বৈঠক করা হয়েছে। তারপরেও দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাঙ্চুর হামলা মামলা চালিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর অভিযানে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। 

সম্প্রতি শহরের এক বাসায় থেকে অনেকগুলো পেট্রোল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। তাঁরা নিরলসভাবে প্রতিদিন শহর ও গ্রামগঞ্জে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সকল পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীদের আরও সচেতনতা বাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ মতবিনিময় সভায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা তালুকদার, জেলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ খান হাসান, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ কামাল, সহ-দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Комментариев нет