close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক সঞ্চিতা চৌধুরি আর নেই

Juwel Hossain avatar   
Juwel Hossain
তাঁর এই অকালপ্রয়াণে শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সম্মানিত অধ্যাপক সঞ্চিতা চৌধুরি আর নেই। তাঁর এই অকালপ্রয়াণে শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রয়াত অধ্যাপক সঞ্চিতা চৌধুরি তাঁর পেশাগত জীবনজুড়ে সততা, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ইংরেজি সাহিত্যে তাঁর গভীর জ্ঞান ও পাঠদানের ব্যতিক্রমী দক্ষতায় তিনি ছাত্র-ছাত্রীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয়।

উনার মৃত্যুতে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। কলেজের বিভিন্ন শিক্ষক ও সহকর্মীরা জানিয়েছেন, অধ্যাপক সঞ্চিতা চৌধুরির মৃত্যুতে এক যোগ্য ও প্রজ্ঞাবান শিক্ষকের অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।

Inga kommentarer hittades


News Card Generator