ঢাকা, ১৫ মার্চ: রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে উত্তেজনা চরমে পৌঁছেছে। হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আজ শনিবার সকাল থেকেই সেখানে বিক্ষোভ ও আন্দোলন চলছে।
সকাল ১০টা ৩০ মিনিটে সিপিবি ভবনে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্রতিবাদ শুরু হয়। সংগঠনটি বিকেল ৪টায় শোক মিছিলের ঘোষণা দিয়েছে। সকাল থেকেই সংগঠনটির নেতাকর্মীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে সিপিবি ভবনের সামনে জড়ো হতে থাকেন।
অন্যদিকে, বামপন্থি আটটি সংগঠন স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ হত্যা ও নিপীড়নের বিচার দাবিতে গণমিছিলের ডাক দিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলন আরও বড় পরিসরে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি উঠেছে, সিপিবির কার্যালয়কে ‘ছাত্র-জনতার কার্যালয়’ হিসেবে ঘোষণা করার।
এতে সকাল থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভবনের আশপাশের দোকানপাট বন্ধ হয়ে গেছে, বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সেনাবাহিনী সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।
বাম সংগঠনগুলোর গণমিছিল, বিভ্রান্তি ও জনমত
এদিকে, সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাম সংগঠনগুলোর গণমিছিল শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসিতে শেষ হওয়ার কথা রয়েছে। তবে ঘোষিত আটটি সংগঠনের সবাই যে এই গণমিছিলের সঙ্গে যুক্ত রয়েছে, সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা তৎপর রয়েছে।
এই আন্দোলন কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলে দেবে। তবে স্পষ্টতই, রাজধানীর রাজপথে আজকের দিনটি উত্তপ্ত থাকতে পারে!