সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেলো বাংলাদেশ

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
সবাই মুখিয়ে আছে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে হামজা চৌধুরীর বাংলাদেশ। তার আগে প্রস্তুতিমূলক ম্যাচে আগামীকাল ..

দীর্ঘ বিরতির পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। প্রস্তুতি ম্যাচ হলেও এর গুরুত্ব কম নয়, কারণ এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীর। এর আগে গত মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। তবে সেই ম্যাচ দেশের বাইরে হওয়ায় বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি খেলা উপভোগ করার সুযোগ হয়নি।

এবার সেই সুযোগ মিলছে। ভুটানের বিপক্ষে ম্যাচে হামজার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে পারেন আরেক তরুণ মিডফিল্ডার সমিত সোম। মিডফিল্ডে তাদের সঙ্গী হতে পারেন ফাহামিদুল ইসলামও। কোচ ইতোমধ্যে নিশ্চিত করেছেন, এই ম্যাচে হামজা চৌধুরী খেলবেন। তবে প্রস্তুতি ম্যাচে মূলত দেশের খেলোয়াড়দের ঘিরেই দল গঠনের সম্ভাবনা বেশি, প্রবাসীদের তুলনায়।

মাঠে গড়ানোর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের মিডফিল্ড। নতুন এই মিডফিল্ড কোর কেমন পারফর্ম করে, সেটিই এখন দেখার বিষয়।

Hiçbir yorum bulunamadı