সিন্ধুতে হয় পানি, না হয় ভার তীয় দের র ক্ত ​​বইবে : বিলাওয়াল ভুট্টো কা শ্মীর হা মলা র জেরে সি ন্ধু চু ক্তি স্থগিত করেছে ভা রত..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কাশ্মীর হামলার জেরে সিন্ধু চুক্তি স্থগিত করার সিদ্ধান্তে উত্তাল ভারত-পাকিস্তান সম্পর্ক। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জানালেন কঠিন বার্তা—‘সিন্ধুতে হয় পানি, না হয় রক্ত।’ ভারতের..

সিন্ধুতে হয় পানি, না হয় রক্ত বইবে — পাকিস্তান থেকে ভারতের প্রতি বিলাওয়াল ভুট্টোর হুঁশিয়ারি!

কাশ্মীরের পহেলগামে হামলার জের ধরে ভারত যখন একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়, তখন দুই দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিপ্রেক্ষিতে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “সিন্ধুতে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।”

শুক্রবার (২৫ এপ্রিল) করাচিতে পাকিস্তান পিপলস পার্টির আয়োজিত এক জনসভায় তিনি বলেন, ভারত সিন্ধু নদী ডাকাতি করার ষড়যন্ত্র করছে। তিনি জোর দিয়ে বলেন, “সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকার পাকিস্তান। লারকানার মহেঞ্জোদারোই প্রমাণ করে যে এই সভ্যতার রক্ষক আমরা। কোনো উসকানিমূলক বক্তব্য কিংবা একতরফা সিদ্ধান্ত আমাদের ন্যায্য অধিকার থেকে বিরত রাখতে পারবে না।”

🇮🇳 ভারতের হুমকি ও মোদির বক্তব্যের কড়া সমালোচনা

বিলাওয়াল ভুট্টো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভ্যতার উত্তরাধিকার দাবি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “মোদি চিৎকার করে বলছেন তারা হাজার বছরের সভ্যতার উত্তরাধিকারী। কিন্তু সেই সভ্যতার কেন্দ্র মহেঞ্জোদারো, যা পাকিস্তানে অবস্থিত। তাই আমরাই প্রকৃত উত্তরাধিকারী। ভারত যতই চেষ্টা করুক, আমাদের পানি সরিয়ে নেওয়া যাবে না।”

তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “হয় পানি দাও, নয়তো রক্ত দাও — এই নদীতেই একদিন তা বইবে।”

 চার প্রদেশের ঐক্যের ডাক

সিন্ধু নদীর পানির সুরক্ষা এবং পাকিস্তানের সার্বভৌম অধিকার রক্ষায় চারটি প্রদেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, “আমরা একটি স্পষ্ট বার্তা বিশ্বকে দিতে চাই—সিন্ধু নদী কোনোভাবেই ডাকাতি হতে দেবে না পাকিস্তান।”

তিনি আরও বলেন, “ভারতের যুদ্ধবাজ মনোভাব আন্তর্জাতিক সম্প্রদায় ও পাকিস্তান—দুজনের কাছেই গ্রহণযোগ্য নয়। আমরা শান্তি চাই, তবে আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়

Geen reacties gevonden


News Card Generator