close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সীমান্তে ১ লাখ পিস ইয়া বা ফেলে মিয়ানমারের দিকে পালালো দুজন....

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা জব্দ, মাদক বহনকারী দুই জন পালিয়ে গেছে। মাদকবিরোধী অভিযান জিরো টলারেন্সে চলছে।....

মাদক পাচার রোধে কড়া অবস্থান নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় গত বুধবার ভোররাতে বিশেষ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানে মিয়ানমার থেকে দেশে প্রবেশের সময় দুই মাদক কারবারি সীমান্তে ফেলে পালিয়ে গেলে প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের ঘুমধুম বিওপি’র স্পেশাল টহলদল সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সম্ভাবনা রয়েছে জানিয়ে অভিযান শুরু হয়। বিজিবি টহলদল সতর্ক অবস্থানে থেকে সীমান্ত পাড়ি দিতে থাকা দুই ব্যক্তিকে আটক করতে চায়। তারা বাধা পেয়ে ইয়াবার ব্যাগ দুটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় এক লাখ পিস ইয়াবা।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটিন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “মাদক বিরোধী আমাদের অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সব টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই অভিযানে বড় ধরনের ইয়াবা চালান আটক করা হয়েছে, যা দেশের নিরাপত্তার জন্য বড় সাফল্য।

বান্দরবানের ঘুমধুম এলাকা দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের একটি কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। বিভিন্ন অপরাধী গোষ্ঠী সীমান্ত দিয়ে ইয়াবাসহ অন্যান্য মাদকপ্রদ্রব্য বাংলাদেশে অবৈধ প্রবেশ করানোর চেষ্টা করে থাকে। এর প্রেক্ষিতে বিজিবি নিয়মিত টহল দিয়ে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

গতকালের অভিযানে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী, মিয়ানমারের সীমানা দিয়ে বড় পরিমাণ ইয়াবা প্রবেশের খবর ছিল। বিজিবির টহলদল দ্রুত সক্রিয় হয়ে সীমান্ত পাড়ি দিতে থাকা দুই মাদক কারবারিকে সনাক্ত করে। তারা সীমান্ত পাড়ি দিতে গেলে বিজিবির চ্যালেঞ্জে তাদের পালিয়ে যাওয়ার সময় ফেলে যাওয়া ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

লেফটিন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আরো জানান, “আমরা মাদক পাচারকারীদের ধরতে সব সময় প্রস্তুত। বিজিবি ন্যায়পরায়ণ ও কঠোর হাতে মাদক চোরাচালান বন্ধে কাজ করে যাচ্ছে। এই ধরনের সফল অভিযান দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখার অন্যতম প্রয়াস।”

বিজিবির এই অভিযান মাদক পাচার রোধে এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক কারবারিদের পিছু ছাড়ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

সীমান্তবর্তী এলাকাগুলোর সাধারণ মানুষ বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “মাদক মুক্ত সমাজ গড়ার জন্য এমন অভিযান প্রয়োজন। বিজিবির তৎপরতায় আমরা নিরাপদ বোধ করি।”

বিজিবি ভবিষ্যতে আরও কঠোর অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে মাদক পাচার রোধে তাদের পরিকল্পনা রয়েছে। জনসাধারণকেও এ কাজে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator