close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সিলেটে সাদা পাথর লুটপাট : অভিযানে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
In Sylhet’s Sadapathor and Jaflong areas, the district administration seized 12,000 cubic feet of illegally extracted stones and destroyed 100 boats during a major crackdown.

সিলেটে সাদা পাথর ও জাফলং এলাকায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার এবং ১০০টি নৌকা ধ্বংস করা হয়েছে।

এখানে আপনার দেওয়া খবরটি আমি একেবারে নতুনভাবে, কপি-ফ্রি, SEO অনুযায়ী, ফেসবুকে পোস্টের উপযোগীভাবে রি-রাইট করে দিলাম।


হেডলাইন (SEO বাংলা, একটিমাত্র)

সিলেটে সাদা পাথর ও জাফলংয়ে অবৈধ উত্তোলনে বড়সড় অভিযান, ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার


শর্ট ডিসক্রিপশন (বাংলা)

সিলেটে সাদা পাথর ও জাফলং এলাকায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার এবং ১০০টি নৌকা ধ্বংস করা হয়েছে।


Short Description (English)

In Sylhet’s Sadapathor and Jaflong areas, the district administration seized 12,000 cubic feet of illegally extracted stones and destroyed 100 boats during a major crackdown.


পূর্ণাঙ্গ নিউজ (কমপক্ষে ২ পৃষ্ঠা)

সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিনভর চলা এক বিশেষ অভিযানে সিলেটের দুইটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র — কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ব্যাপক অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের তথ্যমতে, সাদা পাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এসব পাথর পুনরায় সাদা পাথর পর্যটন স্পটে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়। এ ছাড়া কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে ভবিষ্যতে অবৈধ পাথর উত্তোলন বন্ধ থাকে।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই তৎপরতা চালানো হয় এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনী সরাসরি সহায়তা করে।

একইদিন দুপুরে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায়ও অবৈধ পাথর ও বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, জাফলং এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ১০০টি বারকি নৌকা ভেঙে ফেলা হয়। এছাড়া ১৩০ ফুট বালুও জব্দ করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব বলেন, “অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে যুক্ত নৌকাগুলো ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর। এই অভিযান চলমান থাকবে।”

এর আগে সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটপাটের ঘটনা প্রকাশ্যে আসার পর জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। গত ১৩ আগস্ট একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে গঠিত এই কমিটিকে ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ পাথর উত্তোলন শুধু পরিবেশ ও প্রকৃতির ক্ষতিই করে না, বরং পর্যটন শিল্পের ভাবমূর্তিও নষ্ট করে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা অব্যাহত থাকলে এই অবৈধ কার্যক্রম বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

অভিযান-পরবর্তী সময়ে স্থানীয় জনসাধারণ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, পর্যটন এলাকা রক্ষায় নিয়মিত অভিযান ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ অবৈধভাবে পাথর বা বালু উত্তোলনের সাহস না পায়।

Keine Kommentare gefunden