এছাড়া, অন্যান্য সকল ক্রেতাদের জন্য থাকছে ১০% ছাড়ের সুবিধা।
লোকজনের ভিড় এবং সীমিত সময়ের জন্য এই অফারটি ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। লোটো ও লি কুপার ব্র্যান্ডের ফ্যাশনেবল পোশাক ও জুতার ক্ষেত্রে এমন ছাড় অনেকের জন্যই বিশেষ আকর্ষণীয় প্রস্তাব।
এই অফার সম্পর্কে জানতে চাইলে লোটো ও লি কুপারের সিলেট শহরের এক ফ্ল্যাগশিপ আউটলেটের একজন জানান, ‘আমরা আমাদের ক্রেতাদের জন্য সেরা সম্ভাব্য অভিজ্ঞতা দিতে চেষ্টা করছি। এই অফারটি আমাদের ক্রেতাদের জন্য আনন্দদায়ক কেনাকাটার সুযোগ তৈরি করবে।’
এত বড় ছাড়ের অফার সিলেটের ফ্যাশনপ্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে। বিশেষ করে ঈদের পরে এই ধরনের ছাড় ক্রেতাদের মাঝে উৎসাহ যোগাচ্ছে।
আরও তথ্য জানতে এবং অফারের সুবিধা পেতে সিলেট শহরের লোটো ও লি কুপারের যেকোনো ফ্ল্যাগশিপ আউটলেটে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
সিলেটে ফ্যাশনপ্রেমীদের জন্য লোটো ও লি কুপার নিয়ে এসেছে এক আকর্ষণীয় সারপ্রাইজ ডিসকাউন্ট অফার..
এই অফারের আওতায় প্রতিদিন প্রথম ৫০ জন ক্রেতা পাচ্ছেন ৫০% ছাড়। এরপরের ৪০ জন ক্রেতা পাবেন ৪০% ছাড়ের সুবিধা। তৃতীয় ধাপ..
לא נמצאו הערות



















