বৃহস্পতিবার (১ মে) সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক সালমান আহমেদ খুরশেদ এবং সদস্য সচিব নুরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আয়েশা সিদ্দিকা প্রিয়া বলেন, "এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং এটি আমাদের প্রজন্মের প্রতি একটি বড় দায়িত্ব। ছাত্রসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমি সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।"
তিনি আরও বলেন, সিলেট জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য দূরীকরণের জন্য তারা সচেতনতা বাড়ানো, সংগঠিত আন্দোলন এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবেন। তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণই সমাজকে আরও ন্যায়ের পথে এগিয়ে নিতে পারে বলে তিনি বিশ্বাস করেন।
সংগঠনের শীর্ষ নেতারা আশা প্রকাশ করেছেন, আয়েশা সিদ্দিকা প্রিয়ার নেতৃত্বে সিলেটের ছাত্র আন্দোলন আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কোন মন্তব্য পাওয়া যায়নি