close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সিলেট সিটির ১০ নম্বর ওয়ার্ডে সাপ্লাই পানি নিয়ে ক্ষোভ,টাকা দিয়ে পাচ্ছেন দুর্গন্ধ ময়লা পানি..

Shojol Ahmed avatar   
Shojol Ahmed
আহমেদ (সিলেট সদর প্রতিনিধি)

 সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ১০ নম্বর ওয়ার্ডের শেখঘাট কলাপাড়া এলাকায় সাপ্লাই পানির মান নিয়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

 এলাকাবাসীর অভিযোগ, সরবরাহকৃত পানি দুর্গন্ধযুক্ত, অনেক সময় বাদামি রঙ ধারণ করে এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, "এমন পানি দিয়ে শরীর ধোয়াও যায় না, আর খাওয়া তো দূরের কথা। এতে নানা রকম রোগের ঝুঁকি রয়েছে।"

অন্য এক বাসিন্দা ছাদী বলেন, "নিয়মিত বিল দিচ্ছি, কিন্তু যেই পানি পাচ্ছি তা ব্যবহারের অযোগ্য। বহুবার অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি।"

আরেকজন বলেন, "এই ধরনের পানি পান করলে ডায়রিয়া, কলেরা, চর্মরোগ এমনকি কিডনি-লিভারেরও ক্ষতি হতে পারে। আমরা দ্রুত সমাধান চাই।"
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলাপাড়ার বেশ কয়েকটি বাসায় সরবরাহকৃত পানিতে তীব্র দুর্গন্ধ ও ময়লার অস্তিত্ব রয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator