ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ভালুকা উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সম্প্রতি ভালুকা পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে ভালুকা উপজেলার জ্যেষ্ঠ নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং পারস্পরিক শুভেচ্ছা ও সংগঠনের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
শুভেচ্ছা গ্রহণ করেন, আলহাজ্ব হাতেম খাঁন, আহবায়ক, ভালুকা পৌর বিএনপি, সালাহ্ উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপি, মজিবর রহমান মজু, যুগ্ম আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপি, রুহুল আমিন, যুগ্ম আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপি, আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, সভাপতি, ভালুকা উপজেলা শ্রমিক দল, শাহ মোহাম্মদ সুজন, সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা শ্রমিক দল, শারমিন আখতার দিনা, সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা মহিলা দল, কায়সার আহমেদ কাজল, সহ-সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল।
জাসাস নেতৃবৃন্দ জানান, তারা সাংস্কৃতিক অঙ্গনে বিএনপির ভাবমূর্তি ও আদর্শ ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দলের নেতাকর্মীদের সঙ্গে একতাবদ্ধ থেকে কাজ করে যাবেন।
নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের উৎসাহ প্রদান করেন এবং জাসাসের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন।