close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সিইসি মন্তব্য, আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত গেজেটের পর!..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের পর আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)..

আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের পর আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (১১ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।


তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের আলোকে পরিস্থিতি আমাদের কাছে পরিষ্কার। যদি গেজেট প্রকাশ হয় আগামীকাল, তাহলে সেদিনই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

গতকাল শনিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির মুখে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও সংগঠনটির নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সাইবার স্পেসেও নিষিদ্ধ করা হয়েছে দলটির কার্যক্রম।

No comments found


News Card Generator