মঙ্গলবার (০৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নতুন সংবিধান প্রয়োজন: শ্রদ্ধা নিবেদন শেষে মো. নাহিদ ইসলাম বলেন, ‘পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। শুধুমাত্র সরকার পরিবর্তন করলেই প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন হবে না। আমাদের প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। আমরা জনগণের চাওয়া-পাওয়া ও অধিকার আদায়ে পাশে থাকবো।’
দ্রুত নিবন্ধন নেওয়ার পরিকল্পনা: গণমাধ্যমের প্রশ্নের উত্তরে মো. নাহিদ ইসলাম জানান, ‘নিবন্ধন নিতে শর্তাবলি পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। ইতোমধ্যে আমাদের গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।’
কর্মসূচিতে উপস্থিত নেতারা: এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ কেন্দ্রীয় নেতারা।
প্রথম কর্মসূচি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠার পর এটি ছিল দলের প্রথম কর্মসূচি। গতকাল সোমবার (০৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এরপর সকাল ১০টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন নেতারা।
দলটির আনুষ্ঠানিক যাত্রা: গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়।