close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মানের প্রতীক: বিশ্ব শ্রমিক দিবস..

Md.Shamimul Haque avatar   
Md.Shamimul Haque
টাংগাইল নাগরপুরে পালিত হলো বিশ্ব শ্রমিক দিবস ১মে

 

টাংগাইল নাগরপুরে পালিত হলো বিশ্ব শ্রমিক দিবস ১মে।১লা মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব শ্রমিক দিবস, যা কেবল একটি দিন নয়—এটি শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও আত্মত্যাগের প্রতীক। এই দিনে আমরা স্মরণ করি সেই সকল শ্রমিকদের, যারা শতবর্ষ আগে শোষণ-নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে সংগ্রাম করেছিলেন ন্যায্য মজুরি ও ৮ ঘণ্টা কাজের দাবিতে।

বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতি ও উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী জনগণ। নির্মাণ শ্রমিক, পোশাকশ্রমিক, কৃষক, মৎস্যজীবী কিংবা পরিবহন শ্রমিক—তাঁদের অদম্য পরিশ্রমেই এগিয়ে যাচ্ছে দেশ। তবে আজকের দিনে আমাদের বিবেচনায় আনা প্রয়োজন, তারা কি যথাযথ মর্যাদা ও ন্যায্য অধিকার পাচ্ছেন?

বিশ্ব শ্রমিক দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক—শ্রমিকের নিরাপত্তা, সঠিক মজুরি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার। শ্রমিকের মুখে হাসি ফোটানোই হোক প্রকৃত উন্নয়নের প্রতিফলন।

শুভ বিশ্ব শ্রমিক দিবস। শ্রমের মর্যাদা দাও, দেশের সম্মান বাড়াও। 

Tidak ada komentar yang ditemukan