টাংগাইল নাগরপুরে পালিত হলো বিশ্ব শ্রমিক দিবস ১মে।১লা মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব শ্রমিক দিবস, যা কেবল একটি দিন নয়—এটি শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও আত্মত্যাগের প্রতীক। এই দিনে আমরা স্মরণ করি সেই সকল শ্রমিকদের, যারা শতবর্ষ আগে শোষণ-নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে সংগ্রাম করেছিলেন ন্যায্য মজুরি ও ৮ ঘণ্টা কাজের দাবিতে।
বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতি ও উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী জনগণ। নির্মাণ শ্রমিক, পোশাকশ্রমিক, কৃষক, মৎস্যজীবী কিংবা পরিবহন শ্রমিক—তাঁদের অদম্য পরিশ্রমেই এগিয়ে যাচ্ছে দেশ। তবে আজকের দিনে আমাদের বিবেচনায় আনা প্রয়োজন, তারা কি যথাযথ মর্যাদা ও ন্যায্য অধিকার পাচ্ছেন?
বিশ্ব শ্রমিক দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক—শ্রমিকের নিরাপত্তা, সঠিক মজুরি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার। শ্রমিকের মুখে হাসি ফোটানোই হোক প্রকৃত উন্নয়নের প্রতিফলন।
শুভ বিশ্ব শ্রমিক দিবস। শ্রমের মর্যাদা দাও, দেশের সম্মান বাড়াও।