close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শ্রমিকদের অধিকার ও সংগঠনের ঐক্য চর্চা অনুষ্ঠিত হয়

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
মহান মে দিবস উপলক্ষে বদলগাছী উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক মালিক এক হতে গড়বে এদেশ, শ্রমিকদের অধিকার ও সংগঠনের ঐক্য চর্চা অনুষ্ঠিত হয়।..

বদলগাছীতে মহান মে দিবস উপলক্ষে বদলগাছী উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক মালিক এক হতে গড়বে এদেশ, শ্রমিকদের অধিকার ও সংগঠনের ঐক্য চর্চা অনুষ্ঠিত হয়।

বুধবার (১ মে) সকালে উপজেলার চারমাথা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর অডিটোরিয়ামের ভিতরে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জনাব মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শাহজাহান আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল হাদী চৌধুরী টিপু।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, শ্রমের মর্যাদা এবং সংগঠনের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator