শ্রীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত**
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও শ্রীপুর পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে অত্র এলাকার সর্বস্তরের জনগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে নজরুল ইসলাম বলেন, *“আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং আল্লাহ তাকে দেশ পরিচালনার সৌভাগ্য দান করুন।”*
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
* শ্রীপুর পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন
* শ্রীপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার মণ্ডল
* শ্রীপুর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ওমর সিনহা
* জাসাসের সক্রিয় সদস্য নাজমুল হোসেন
* ছাত্রদল নেতা মোবারক হোসেন
* ভাংনাহাটী রহমানিয়া কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক
রাহাত হাসান
সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
নিজস্ব প্রতিনিধি
গাজীপুর শ্রীপুর



















