ঘোষিত বাজেটে পৌরবাসীর ওপর কোনো নতুন কর আরোপ করা হয়নি। বাজেটটি সম্পূর্ণরূপে জনবান্ধবভাবে তৈরি করা হয়েছে বলে প্রশাসক জানান। এ সময় তিনি বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক ও পরিকল্পিত শহরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট উপস্থাপনের সময় তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটটি ভবিষ্যতে আলোচনা, পর্যালোচনা ও প্রয়োজনীয় মতামতের ভিত্তিতে পরিবর্ধন ও পরিমার্জন করা হবে।
বাজেট ঘোষণায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা। উন্নয়ন প্রকল্প থেকে আয় নির্ধারণ করা হয়েছে ২০ কোটি ৭৮ লাখ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১০৪ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা। ফলে মোট উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৮ হাজার ৩৪৮ টাকা।
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে বিবেচিত হয়েছে পৌর এলাকার রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়কবাতি স্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন। পৌরসভা সূত্রে জানা যায়, এই বাজেটের মাধ্যমে নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, পৌর নির্বাহী প্রকৌশলী সাহেদ আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা কুদ্দুস হাওলাদার, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, প্রকৌশলী হারুর-অর-রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, টাউন প্ল্যানার সাইফুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে শ্রীপুর পৌরসভার সার্বিক উন্নয়ন সাধিত হবে এবং নাগরিকদের জীবনমান আরও উন্নত হবে। বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও স্বচ্ছতা বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পৌর প্রশাসক।