শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: এনসিপি থেকে বহিষ্কার মাহিন সরকার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।..

সোমবার (১৮ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদ ও সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে কার্যকর করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কার আদেশটি সোমবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন মাহিন সরকার। তবে সম্প্রতি দলীয় কর্মকাণ্ডে অসঙ্গতি ও সংগঠনের নীতিমালা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

نظری یافت نشد