সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাশনি পলি ফাইবার কারখানায় ফর্কলিফ্ট দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মারজিয়া খাতুন (৪০)। তিনি ভূনবীর ইউনিয়নের তেপাড়া গ্রামের বাসিন্দা এবং পাঁচ সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকালের শিফটে কাজ চলাকালে একটি চলন্ত ফর্কলিফ্ট হঠাৎ মারজিয়ার ওপর উঠে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও একজন নারী শ্রমিক ও ফর্কলিফ্ট চালক আহত হন। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
দুর্ঘটনার পর কারখানার ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকরা ব্যবস্থাপনার অবহেলাকে দায়ী করে বিক্ষোভ করেন এবং কারখানার কিছু অংশে ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের স্বামী আকরাম আলী বলেন,“আমার স্ত্রীকে অবহেলার কারণে জীবন দিতে হলো। তার মৃত্যুর যথাযথ বিচার ও সন্তানের ভবিষ্যতের জন্য ন্যায্য ক্ষতিপূরণ চাই।”
কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) দিদারুল ইসলাম শাকিল ঘটনাটি নিশ্চিত করে বলেন,“ফর্কলিফ্টে মালামাল পরিবহনের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের পরিবারকে কোম্পানির পক্ষ থেকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।” তিনি বলেন, স্থানীয়দের ক্ষোভের ঘটনায় কারখানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ভূনবীর ইউপি সদস্য জসিম উদ্দিন কামাল বলেন, “দায়িত্ব পালনকালে পেছন দিক থেকে আসা মালবাহী একটি ট্রলি মারজিয়ার ওপর উঠে যায়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”
কারখানার জেনারেল ম্যানেজারও ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও অনিচ্ছাকৃত’ বলে মন্তব্য করেছেন।



















