close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্রীলঙ্কার বিশেষ পরিকল্পনায় মুস্তাফিজুর রহমান

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
আইপিএল খেলতে গিয়েছিলেন ৩ ম্যাচের জন্য। সেখানেই গিয়ে পরে চোটে। সেই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলা হয়নি মুস্তাফিজের৷ অবশেষে তিনি ফিরছেন ক্রিকেট মাঠে..

শ্রীলঙ্কার বিপক্ষে আবারো ক্রিকেট মাঠে ফিরছেন এই কাটার মাস্টার। দলটির বিপক্ষে রেকর্ড বড্ড ভালো মুস্তাফিজুর রহমানের। সবমিলিয়ে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ ম্যাচ খেলে ২৩ টি উইকেট শিকার করেন তিনি। ইকোনমিটাও বেশ ভালো, ওভারপ্রতি ৫.০৬। আজ সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক মুস্তাফিজের প্রসংশা করতে ভুললেন না। 

লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা বলেন, মোস্তাফিজ দারুণ বোলার। সে আগেও তা প্রমাণ করেছে। বাংলাদেশের হয়ে অনেক উইকেট পেয়েছে। আমাদের তাকে নিয়ে একটা পরিষ্কার পরিকল্পনা আছে। আমরা জানি সে কতটা ভয়ংকর হতে পারে

তিনি আরো বলেন, প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জের। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তারাও সাম্প্রতিক অতীতেও ভালো খেলেছে। আমরা শেষ যে ওয়ানডে সিরিজটা খেলেছি বাংলাদেশে, সেটিও মনে হয় বাংলাদেশ জিতেছে। তাই এটা কঠিন চ্যালেঞ্জ হবে।’

বর্তমানে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ কে ঘিরে থাকে নানান উত্তেজনা। ১৮ এর সেই নিদাহাস ট্রফি কিংবা ২৩ বিশ্বকাপের টাইম আউট কান্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের ঘটনাকে কেন্দ্র করে যা আরও বেশি উত্তেজনায় পৌঁছেছে। এবারও কি তেমন কিছু থাকবে?

আসালাঙ্কার সোজা সাপ্টা উত্তর : ‘আমরা ভালো বন্ধু বলেই মনে হয়। কিন্তু যখন ক্রিকেট মাঠে খেলার বিষয় আসে, তখন একটা বৈরিতা দেখা যায়। সবাই এটা দেখতেও চায়। ওই ধরনের ম্যাচ, উত্তাপ। কিন্তু দিন শেষে আমরা ভালো বন্ধু।'

No comments found