শ্যামনগর শ্রীফলকাটি প্রিয় নিবাস ও প্রতিবন্ধী স্কুল উদ্বোধন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি বৃদ্ধাশ্রম শ্রী নিবাস ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিবন্ধী স্কুলের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
শনিবার (১৭ মে) বিকাল ৪টায় উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, শ্যামনগর প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির, উপজেলা বিএনপি নেতা আশেক ই এলাহী মুন্না, নুরজাহান পারভীন ঝর্ণা, প্রিয় নিবাস ও প্রতিবন্ধী স্কুলের ভূমিদাতা ডাঃ গ ম আব্দুস সালাম আযাদ, মালঞ্চ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মনির হোসেন, শ্রীফল কাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন প্রমুখ।
৪বিঘা জমির উপর নির্মিত হতে যাচ্ছে প্রিয় নিবাস ও প্রতিবন্ধী স্কুল।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Hiçbir yorum bulunamadı