হৃদরোগ আক্রান্ত হয়ে ৪৪ বছর বয়সে না ফেরার দেশে পারি জমালেন চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের বাসিন্দা মো. তৌহিদুল আলম।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তৌহিদ উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষীর হাট আমির মাঝির বাড়ির মৃত আবু ছৈয়দের পুত্র ও আনোয়ারা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং দৈনিক কালবেলা পত্রিকার আনোয়ারা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমের ভাগিনা। তিনি স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
রোববার সকাল এগারোটার দিকে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর অকাল মৃত্যুতে আনোয়ারা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।